সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সাহিত্য একাডেমীর জীবন সদস্য, কক্সবাজার আইন কলেজের সাবেক শিক্ষক, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রাক্তন সফল প্রশাসক, সাংস্কৃতিক সংগঠক, নাট্যো ও সঙ্গীত শিল্পী আবুল কালাম আজাদের দ্বিতীয় গ্রন্থ ‘চেতনার সাতরং’ প্রকাশিত হয়েছে।
কথা সাহিত্যিক আবুল কালাম আযাদের এবারের গ্রন্থটি শুধু কবিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। বইটিতে রয়েছে কবিতা, গান, ছড়া, রম্য রচনা, প্রবন্ধ। বলা যায় বইটি আবুল কালাম আজাদ সমগ্র। তবে গ্রন্থের বেশির ভাগ জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর লেখা প্রবন্ধ।

ইতোপূর্বে কক্সবাজার সাহিত্য একাডেমী ২০১০ সালে কবি আবুল কালাম আজাদের ‘অন্য এক আমি’ নামের কাব্যগ্রন্থ প্রকাশ করেছে। আবুল কালাম আজাদের রচনাসমগ্র ‘চেতনার সাতরং’ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের পাঠককূল আবুল কালাম আজাদকে নতুন করে আবিস্কার করবেন, নতুন করে জানবেন, চিনবেন।
২০০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন কক্সবাজারের বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী নির্ঝর নৈঃশব্দ। রাজধানী ঢাকার বাংলা বাজারের অন্যতম প্রকাশনী সংস্থা ঝিঙেফুলের কর্ণধার শিল্পি গিয়াস উদ্দিন খসরুর তত্বাবধানে মুদ্রিত বইটি প্রকাশ করেছে আমাদের কক্সবাজারের প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠন কক্সবাজার সাহিত্য একামেডী।
সাংবাদিক আজাদ মনসুরের পাঠানো ইন্টারনেটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, বহু প্রতিভাবান এই মানুষটির প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ৩৭৫.০০ টাকা। বইটি সরাসরি আবুল কালাম আজাদের কাছেও পাওয়া যাবে। অথবা কক্সবাজার সাহিত্য একাডেমীতে যোগাযোগ করলেও পাওয়া যাবে।
Leave a Reply