নুরুল আমিন হেলালী, কক্সবাজার: অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এবার ভেঙ্গে দেয়া হলো আরও ৮টি স্থাপনা।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।
এসময় দক্ষিণ আদর্শগ্রাম, কলাতলীতে এইচ এম নুরুল আলম অনুমোদনবিহীন ভবনের আংশিক, পশ্চিম লারপাড়া এলাকায় মাহাবুবুর রহমান এক তলা ভবন ও বিজিবি ক্যাম্প প্রধান সড়কের পাশে ৬টি ভবনের আংশিক ভেঙ্গে দেয়া হয়েছে।
আগামী তিনদিনের মধ্যে ভবন মালিকগণ নিজ উদ্যোগে স্থাপনা ভেঙ্গে ফেলবে মর্মে কউকের কাছে অঙ্গীকারনামা দিয়েছে বলে জানিয়েছেন কউকের এ কর্মকর্তা।
কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অবস্থানের কথা জানান, চেয়ারম্যান লেফটেনেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমদ। পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply