এইনগরে প্রতিবেদন: শোকের মাসে কক্সবাজারে শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। প্রাথমিকভাবে আউটডোরে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে শিশু হাসপাতাল চালু করা হবে।
কবিতা স্মরণি কবিতা চত্বরে নির্মাণাধীন কক্সবাজার শিশু হাসপাতালটি এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শনিবার ২২ মে বিকেলে জেলা প্রশাসক ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক এমনটি জানিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় পরবর্তীতে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিচালনা কমিটির এ সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ডিডিএলজি শ্রাবস্তি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম, বায়তুশ শরফের মহাপরিচালক এম.এম সিরাজুল ইসলাম, সহ সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার সদর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার সুইটি, কক্সবাজার বক্ষব্যাধী হাসপাতালের কনসালটেন্ট ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ খোকা, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাংবাদিক আবদুল কুদ্দুস রানা, সাংবাদিক দীপক শর্মা প্রমুখ বক্তব্য রাখেন।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালের নির্মাণ কাজ দ্রুততম সময়ে সম্পাদনের ব্যাপারে সভায় ঐক্যমতে আসেন।
সভার আগে পরিচালনা কমিটি সদস্যরা কক্সবাজার শিশু হাসপাতালের সাইট ভিজিট করেন।
Leave a Reply