এইনগরে প্রতিবেদন: আজ মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
গেল বছরের ন্যায় এবছরেও ঈদে থাকবেনা আনন্দ উৎসব।
মহামারি করোনাভাইরাস ম্লান করেছে ঈদের আমেজ। কোলাকুলি করা যাবে না, করা যাবে না মোসাফাও। মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি।

করোনা সংক্রমণ, লকডাউনের কারণে বহু পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন।
তবে সবকিছু ছাপিয়ে এই করোনাকালে ঈদের আনন্দ ছড়িয়ে যাবে মানবিক কল্যাণে এইনগরের প্রত্যাশা।
অসংখ্য অনলাইন পোর্টালের ভিড়ে কেন এইনগরে! এখনও পরীক্ষামূলক এইনগরে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কলবরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে পাঠকের চাহিদা মেটাতে সক্ষম হবে এইনগরে।
পবিত্র ঈদুল ফিতরে এইনগরের আগামীর অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক
আজাদ মনসুর
সম্পাদক ও প্রকাশক
এম.এলএল.বি, পিজিডিজে (গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) পিআইবি।
Leave a Reply