নুরুল আমিন হেলালী, কক্সবাজার: টেকনাফ সীমান্তে প্রশাসনিক ও নাবিক নিবাস ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক চৌধুরী।
আজ সকালে উপজেলার সদর ইউনিয়নে নাফনদী তীরবর্তী কেরুনতলী এলাকায় ভবনগুলো উদ্বোধন করা হয়।
পরে মুজিব শতবর্ষ উদযাপনে বৃক্ষ রোপণের পাশাপাশি স্থানীয় পঞ্চাশ জন জেলের মাঝে রেডিও, লাইফ জ্যাকেট, রেইনকোট, টর্চ লাইট, সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন মহাপরিচালক।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশাসনিক ও নাবিক নিবাস ভবন উদ্বোধনের মাধ্যমে এ স্টেশনের কার্যক্রম আরও বেগবান হবে। সমুদ্র-বনজ সম্পদ সংরক্ষণ এবং জাটকা ও মা ইলিশ নিধন প্রতিরোধে কোস্ট গার্ড এগিয়ে যাবে।
Leave a Reply