সুশান্ত পাল বাচ্চু, কক্সবাজার থেকে: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার সরকারি কলেজ মাঠে সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
আজ ৫’শ জনকে বসুন্ধরা গ্রুপের উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক জাহিদ ইকবাল, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আগামী দুইদিন আরো ১ হাজার পরিবারের মধ্যে এ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে খুরুশকুল ইউনিয়নে দুই দিনব্যাপী খাদ্য বিতরণ এর আজ দ্বিতীয় দিন নয়শত কে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এর আগের দিন ৫ শত জনকে এ উপহার দেয়া হয়।
Leave a Reply