এইনগরে প্রতিবেদন: সরকার ঘোষিত দুই সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রয়েছে। আগের চেয়েও কঠোর অবস্থানে রয়েছে সেনা বাহিনীসহ অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ সকাল থেকে কক্সবাজার শহরের অন্তত ১০টি পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। উপজেলাগুলোতেও প্রশাসনের নজরদারী বেড়েছে।
বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট, বিজিবি, র্যাব ও পুলিশের উপস্থিতি- চোখে পড়ার মতো। কেউ বিনা কারণে ঘর থেকে বের হলেই জরিমানা করা হচ্ছে।
জেলার ৮ উপজেলায় পৃথক ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কাজী মাহমুদুর রহমান।
গতকাল সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১৮৪ জনকে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলা করা হয়েছে ১৭১টি।
Leave a Reply