এইনগরে প্রতিবেদন: মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘নজরুলের চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসন আয়োজিত কক্সবাজার সাংষ্কৃতিক কেন্দ্র মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এফ. এম. হায়াতুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন,
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেনসহ সংশ্লিষ্টরা।
পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নজরুল সংগীত শিল্পী প্রিয়াংকা গোপ, শিল্পী সালা উদ্দিন আহমেদ, মুন্নী কাদেরসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
Leave a Reply