এইনগরে প্রতিবেদন: নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ কক্সবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, হাত ধোয়া বিষয়ক মহড়া।
সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, ইউনিসেফ এর প্রতিনিধি ড্যামিয়েন সিল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে এক রালী বের হয়ে হোটেল মোটেল জোনের সুগন্ধা-কলাতলী ডলফিন মোড় প্রদক্ষিণ করে এবং হাত ধোয়া বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply