সুশান্ত পাল বাচ্চু, কক্সবাজার: কক্সবাজারে আজ রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী কক্সবাজার জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাসিম আহমেদ।
তিনি আগামী প্রজন্মকে রবীন্দ্র-নজরুল জীবনাদর্শে উজ্জীবিত হবার আহবান জানান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারের জেলা লাইব্রেরিয়ান ঋষিকেশ পাল ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম ।
পরে প্রধান অতিথি শিশু একাডেমি আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে শিশু শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply