এইনগরে প্রতিবেদন: কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ২৪ ঘন্টায় আরও ৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে নতুন করেনা আক্রান্ত হয়েছেন ৬৩ জন। ৩ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও ৮ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির বিষয়টি জানান।
ডাঃ নাজির আরও জানান, শেষ ২৪ ঘন্টায় কক্সবাজার ল্যাবে ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫৮৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ১৭ জন, রামুর ১ জন, উখিয়ার ১২ জন, টেকনাফের ৭ জন, চকরিয়ার ৩ জন, পেকুয়ার ৪ জন, কুতুবদিয়ার ৬ জন, মহেশখালীর ৩ জন ও বান্দরবানের ২ জন।
Leave a Reply