এইনগরে প্রতিবেদন: প্রায় ৩’শ কোটি টাকা ব্যয় ধরে কক্সবাজার শহর উন্নয়নে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
জাপান সরকারের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি আরও বলেন, শহরের ব্যাপকভাবে মানসম্মত হোটেল, মোটেল গড়ে উঠলেও শহরের রাস্তা, অলিগলির তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি।
এতে করে প্রতিনিয়ত পর্যটক ও স্থানীয় জনসাধারণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। জাইকার অর্থায়নে নেওয়া এই প্রকল্পটি দিয়ে কক্সবাজার শহরের প্রায় সব সড়ক আধুনিকায়ন করা হলে কক্সবাজারের শহরের আমুল পরিবর্তন আসবে বলে মনে করছেন কক্সবাজারের সন্তান হেলালুদ্দীন আহমদ।
Leave a Reply