এইনগরে প্রতিবেদন, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কাটিরহাটের সিটি শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন জানান, হানিফ পরিবহনের একটি গাড়ি চট্টগ্রাম থেকে ফটিকছড়ির যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত ও নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
Leave a Reply