সুশান্ত পাল বাচ্চু, কক্সবাজার: বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সমুদ্র সৈকতে পর্যটকদের জনসচেতনতা বাড়াতে দুপুরে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনটির জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ মাস্ক বিতরণকালে বলেন, করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার নানা কর্মসূচি গ্রহণ করেছে।
জেলাব্যাপী ৪৮ হাজার মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মনিটরিং দল। মাস্ক ছাড়া কাউকে সৈকতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, জাহিদ ইকবাল, বিভীষণ কান্তি দাশ, আবু সুফিয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়সহ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যরা।
Leave a Reply