মুফিজুল ইসলাম মুফি, কক্সবাজার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে আলাদা করে ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কক্সবাজারে দেশের চতুর্থ আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরী করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় বর্তমানে বেসরকারি অংশীজন বিভিন্ন জায়গায় পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তৈরি করছে।
তিনি আজ সকালে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে করোনা সচেতনতামূলক এক র্যা লিতে অংশগ্রহণ শেষে এসব কথা বলেন।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে ক্ষতির মুখে পড়েছিল কক্সবাজারের পর্যটনশিল্প। চরম সংকটে দিন পার করে এ শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা চাইলে সচেতনতার মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে নিতে পারেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply