এইনগরে প্রতিবেদন: কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিবিদ, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও তাঁর সহধর্মিণী করোনা আক্রান্ত হয়েছেন।
কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ মুজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বর্ষীয়ান এই দম্পতিকে চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করিয়ে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ নুরুল ইসলাম ও তাঁর সহধর্মিণীর সুস্থতার জন্য মোহাম্মদ মুজিবুল ইসলাম মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন।
প্রবীণ সাংবাদিক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ও তাঁর সহধর্মিণীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ডেইলি এইনগরের সম্পাদক মন্ডলির সভাপতি নাট্যজন এডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা, কক্সবাজার সাংবাদিক সংসদ সিএসএস’র সভাপতি, ডেইলি এইনগরের সম্পাদক- প্রকাশক আজাদ মনসুর ও ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল ইসলাম।
Leave a Reply