সংবাদ বিজ্ঞপ্তি:
শহরের প্রবীণ ব্যবসায়ী ও পূর্ব বাজারঘাটা, প্রধান সড়কস্থ ‘রহমান ম্যানশনের’ প্রতিষ্ঠাতা এবং দৈনিক সৈকত সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সৈকত টাওয়ারের স্বত্বাধিকারী মাহবুবর রহমানের পিতা মরহুম হাবিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী গতকাল ২৩ আগষ্ট পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়।
দিনের নানা কর্মসূচীর মধ্যে ছিল সকালে কবর জিয়ারত, ৮টায় সৈকত টাওয়ারস্থ বাসভবনে খতমে কোরআন ও দোয়া এবং বাদ আছর সৈকত টাওয়ার হাবিব-মালেকা এবাদত খানায় মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠান সমূহে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ি, মরহুমের সন্তানাদি, নাতিসহ আত্বীয়স্বজন ও শুভানুধ্যায়ীগণ শরিক হন।
বাদ যোহর মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে তবারুক বিতরণ করা হয়।
Leave a Reply