ফারুক আহমদ, উখিয়া, কক্সবাজার: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে ফেরত পাঠাতে জাতিসংঘ কাজ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকির।
আজ দুপুরে উখিয়ার কুতুপালং মেগা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে ৩৪টি ক্যাম্পের ৪০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন ।
রোহিঙ্গাদের অনেকেই স্বদেশে ফিরতে অধীর আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply