এইনগরে খেলাঘর: ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করি, ফুটবল আনন্দে মাতি’ এ শ্লোগান ধারণ করে চতুর্থবারের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ড। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ ধারাবাহিকভাবে আয়োজনে অংশ হিসেবে এবারও অনুষ্ঠিত হচ্ছে।
এ মৌসুমের খেলা শুরু হয়েছে শুক্রবার। শনিবারও জাকজমপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ফুটবল প্রতিযোগিতা। এ খেলায় বড়গ্রাম একাদশ-২ হারিয়েছে কুড়ারঘাটক একাদশ-২ কে। এ খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন কুড়ারঘাট-২ একাদশের মো. সোহান।
ফুটবল টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন যুগান্তরকে বলেন, স্থায়ীভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা। আর এ ধরনের সুস্থ বিনোদন চর্চা অব্যাহত রাখা সম্ভব হলে আমাদের যুব সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে।
এবারের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোসাদ্দেক হোসেন, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরে আলম চৌধুরী, ১৯ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর শেফালী আক্তার, কামরাঙ্গীরচর থানা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকার, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ হোসেন বিপ্লব প্রমুখ।
Leave a Reply