এইনগরে প্রতিবেদন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাণিজ্যিকভাবে বরই চাষাবাদ হতে পারে সেটি প্রমাণ করেছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা শাহীন জাহান চৌধুরী।
সাধারণত জেলার প্রতি বাড়িতে ২-১টি টক বা মিষ্টি জাতের বরইগাছ থাকলেও ফল ব্যবসায়ীরা ঢাকা থেকে বরই এনে স্থানীয়ভাবে চাহিদা পূরণ করতেন। শাহীন চৌধুরী বাণিজ্যিকভাবে বরই চাষ করে সফল হওয়ায় তাকে দেখে অনেকেই বরইবাগান করতে এগিয়ে এসেছেন। এতে করে ব্যবসায়ীরা স্থানীয় বাগান থেকে বরই কিনে চাহিদা মেটাতে পারছেন।
নুরুল আলম উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বরইবাগান গড়ে তুলেছেন। গাছগুলো চার থেকে সাড়ে চার ফুট উচ্চতার। গাছভর্তি আপেলের মতো লাল বরই দেখলে যে কারও চোখ জুড়িয়ে যাবে।
এ বরই দেখতে যেমন সুন্দর ও খেতেও সুস্বাধু। বাজারে চাহিদাও প্রচুর। এ পর্যন্ত তিন লাখ টাকার ফল বিক্রি করেছেন।
স্থানীয় বাজারে প্রতি মণ বরই বিক্রি করছেন ২ হাজার টাকার উপরে।
Leave a Reply