এইনগরে খেলাঘর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের সাতজন গুরুত্বপূর্ণ সদস্য।
নিয়মিত টেস্টে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সাতজনের মধ্যে চারজন ক্রিকেটার আর তিনজন সাপোর্ট স্টাফ।
করোনা আক্রান্ত ক্রিকেটাররা হলেন-ওপেনার শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও রিজার্ভ তালিকায় থাকা ফাস্ট বোলার নবদীপ সাইনি।
চারজন ক্রিকেটারের শরীরে করোনা সংক্রমিত হওয়ায় বাতড়ি সতর্কথা স্বরূপ ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে দলে নেওয়া হয়েছে।
সফরে যাওয়ার আগে গত সোমবার আহমেদাবাদের টিম হোটেলে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। হোটেলে ওঠার আগে সবাইকে কোভিড পরীক্ষা করিয়ে আসার নির্দেশনা ছিল।
প্রথম দফার পরীক্ষাতেই পজিটিভ হন ধাওয়ান ও সাইনি। দ্বিতীয় দফা পরীক্ষায় জানা যায়, ঋতুরাজের আক্রান্ত হওয়ার খবর, তৃতীয় দফা পরীক্ষায় শ্রেয়াস। করোনা আক্রান্ত সবাই টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন। অন্তত ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। সেই হিসেবে ওয়ানডে সিরিজের পুরোটা সময় বাইরে থাকতে হবে ধাওয়ানদের।
Leave a Reply