নুরুল আমিন হেলালী, কক্সবাজার: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও তেরশো জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে।
আজ দুপুর ১টা ও বিকেল ৩ টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে ভাসানচরের উদ্দেশে চট্রগ্রামে রওনা হন মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশ আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গা।
এর আগে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মাধ্যমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকে রোহিঙ্গারা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ পাহারায় বাস যোগে দুই দফায় চারশো ৮০ পরিবারের তেরশো জন রোহিঙ্গাকে ভাসানচরে উদ্দেশে চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়
Leave a Reply