এইনগরে প্রতিবেদন: মুজিববর্ষে কক্সবাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর পাচ্ছেন আরও ১ হাজার ৪’শ ২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। গতকাল বিকেলে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
তিনি জানান, এদের মধ্যে আগামীকাল ১ হাজার ১৮ টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
“মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার।
এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে কক্সবাজারে ৩’শ ৩টি পরিবার পেয়েছিল নতুন ঘর।
এদিকে চকরিয়ায় দ্বিতীয় দফায় আরও ৩’শ গৃহহীন পরিবারকে দেওয়া হচ্ছে মুজিব জন্মশতবর্ষের উপহার হিসেবে জমিসহ নতুন বাড়ি।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বাড়ি হস্তান্তরের সময় চকরিয়ার ১৫টি ইউনিয়নের গৃহহীনদের বাড়িগুলো বুঝিয়ে দেওয়া হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ জানিয়েছেন, এর আগে প্রথমদফায় ৮০টি পরিবারকে বাড়ি দেওয়া হয়েছিল।
টেকনাফ উপজেলায় বরাদ্দকৃত ২২৯ টি ঘরের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ৩০ টি ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে ।
এ উপলক্ষে উখিয়ায় আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার ৫টি ইউনিয়নে আগামীকাল ১১০টি গৃহহীন পরিবারকে নতুন বাড়ি দেয়া হচ্ছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।
মুজিববর্ষে ঘরসহ ২শতক করে খাস জমি পাচ্ছেন পেকুয়ায় উপজেলার ভুমিহীন ৬০ পরিবার ।
Leave a Reply