এইনগরে প্রতিবেদন: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রধান দুই অভিযুক্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক সাজা চায় পরিবার।
এছাড়াও অন্য আসামীদের তাদের অপরাধের ভিত্তিতে সাজা হবে বলে প্রত্যাশা করেছেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
তিনি বলেন, এই রায়ের মাধ্যমে একই সাথে বিচার বহির্ভুত হত্যাকান্ডও বন্ধ হবে বলে আমি আশা করি।
বহুল আলোচিত এ মামলাটির রায় ঘোষনা করা হবে আগামীকাল। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষনা করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, আমরা অভিযোগ প্রমান করতে পেরেছি। ষড়যন্ত্রমূলক, পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে হত্যাকান্ড সংগঠিত হয়েছে।
এদিকে, মামলাটির রায় উপলক্ষে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারীতে রেখেছে আদালত পাড়া।
Leave a Reply