এইনগরে প্রতিবেদন: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে বিদ্যুৎপৃষ্টে বাবা-মেয়ে ও বজ্রপাতে এক কিশোরীর মৃত্যুর হয়েছে। সোমবার বিকেলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ ও ১৮তে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র মতে, শবে কদরের দিবাগত রাত যখন ক্যাম্প-১৮ ব্লক- এল/১৮ স্থ নিজ শেল্টারের সামনে মোঃ আবুল কালাম (৫৬), ও তার মেয়ে উম্মে হাবিবা (০৭) (এফসিএন- ২৩২৭২৭) বিদ্যুৎপিষ্ট হয়। স্থানীয়রা তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-মেয়ে দুজনকে মৃত ঘোষনা করে।
একই সময় আরেক রোহিঙ্গা ক্যাম্প ১১, ব্লক- ডি/১৫ এলাকায় ঐশি (১৬) নামের আরেক কিশোরী এফসিএন নং- ১৯৩৭২০ বজ্রপাতে মৃত্যু হয়।
Leave a Reply