নুরুল আমিন হেলালী, কক্সবাজার: শুঁটকি শিল্পের উন্নয়ন ও শুঁটকির পর্যটন পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্তির লক্ষ্যে কক্সবাজার জেলাধীন বিভিন্ন শুঁটকি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাক্তি ও সংস্থার সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
জেলা মৎস্য অফিসার এস এম খালেকুজ্জামানের সঞ্চালনায় এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারাপদ চোহান, আঞ্চলিক মৎস্য অফিসার মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, কক্সবাজারে এখন রাস্তার পাশে লাইসেন্সবিহীন বিভিন্ন শুটকি মহাল গড়ে উঠেছে, যা অস্বাস্থ্যকর। এসব শুটকি খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। দেশের বাহির থেকে এসব অস্বাস্থ্যকর শুটকি এনে বিক্রি করা হচ্ছে কক্সবাজারে। ফলে দেশের নাম খারাপ হচ্ছে। এ সমস্যা সমাধানে বক্তারা মোবাইল কোর্ট পরিচালনা ও শুটকি ব্যবসায় লাইসেন্স প্রদানের উপর জোর দেন।
Leave a Reply