এইনগরে অনলাইন ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘দুর্গাপূজা’।
জেলার মোট ৩০২টি পূজা মন্ডপে এই দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। শেষ মুহুর্তে দেবী দুর্গাকে রাঙাতে রঙ-তুলিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
এ ব্যস্ততা শুধু প্রতিমা তৈরির নয়, নেপাল ভট্টাচার্য্য ও মিল্টন-বাবুলদের এ ব্যস্ততা করোনার ক্ষত সারানোরও!
সরেজমিন কয়েকটি মন্ডপে গিয়ে দেখা গেছে, মৃৎশিল্পীদের ব্যস্ততা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা। একইসঙ্গে চলছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমার ফিনিশিং। নানা রঙে দৃষ্টিনন্দন সাজে সাজিয়ে তোলা হয়েছে প্রতিমা গুলোকে। উৎসুক অনেক দর্শনার্থী ভিড় করছেন এসব প্রতিমা তৈরির কারখানাসহ মন্ডপে।
মৃৎশিল্পীরা অভিযোগ করেন, গতবছর করোনার কঠিন সময়ে কেউ তাদের পাশে দাঁড়াননি। ওই সময়টাকে ভীষণ কষ্টে কেটেছে তাদের জীবন। পঞ্জিকা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর (বুধবার) শুভ মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে দেবী পক্ষের।
আর এই মহালয়ার দিন থেকে শুরু হয়েছে পূজার ক্ষণগণনা। ১১ অক্টোবর (সোমবার) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
১৫ অক্টোবর (শুক্রবার) দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচদিন ব্যাপী শারদীয় এই উৎসব।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ জানান, এবার জেলার মোট ৩০২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৪৯টি প্রতিমা ও ১৫৩টি ঘট পূজার মন্ডপ।
Leave a Reply