এইনগরে প্রতিবেদন: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে কক্সবাজারে চলছে ব্যাপক উৎসবের আমেজ। কক্সবাজার সমুদ্র সৈকতে এ উৎসবে সামিল হবে দেশী-বিদেশী লাখো পর্যটক।
এবারের বিজয়া দশমীতে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হবে জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ।
আজ সকালে শহরের ব্রাহ্মমন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশ জানান, জেলায় তিনশো চারটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। একশো ঊনপঞ্চাশটি প্রতিমা ও একশো পঞ্চান্নটি ঘট পূজা আগামী পনেরো অক্টোবর সমুদ্র সৈকতে বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
তিনি আরও জানান, বিসর্জনের জন্য ওইদিন জেলার নানা প্রান্ত থেকে শতাধিক প্রতিমা আনা হবে কক্সবাজার সৈকতে। এতে সমাগম হবে লাখো মানুষ।
করোনার কারণে এ বছরও সরকারি বিধি নিষেধ মেনেই দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজায় কেউ মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না। এসময় সহ-সভাপতি রতন দাশ, স্বপন পাল, প্রতিভা দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি শর্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply