সংবাদ বিজ্ঞপ্তি:
ককসবাজার প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি, ককসবাজার জেলার সাংবাদিকতার পথিকৃৎ, জেলার প্রথম সংবাদপত্র দৈনিক ককসবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও’র পক্ষে সভাপতি রেজাউল করিম সিকদার ও সাধারণ সম্পাদক কাফি আনোয়ার স্বাক্ষরিত এবং প্রধান সমন্বয়ক সাংবাদিক ও গবেষক আজাদ মনসুর প্রেরিত এক প্রেসনোটে সদ্যপ্রয়াত সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলামকে কক্সবাজার জেলার সাংবাদিকতার বাতিঘর উল্লেখ করে বলা হয়, তাঁর প্রয়াণে কক্সবাজারের ক্রমবিকাশমান সংবাদপত্র ও গণমাধ্যম জগতের অপূরণীয় শুণ্যতা দীর্ঘকাল বিরাজমান থাকবে।
শোকবিবৃতিতে মরহুম মোহাম্মদ নূরুল ইসলামের বিদেহী
আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
শোকবিবৃতিতে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেছেন
Leave a Reply