নুরুল আমিন হেলালী, কক্সবাজার: করোনার প্রাদুর্ভাব কিছুটা কম থাকায় সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে পর্যটকের পদচারণা বাড়ছে।
তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন পর্যটকেরা। অনেকেই মানছেন না সরকারের বেঁধে দেওয়া বিধি-নিষেধ।
এদিকে করোনার নতুন ধরণ ওমিক্রন সবাইকে ভাবাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান।
তিনি বলেন, এ মুহূর্তে আমাদের সবার উচিত আরও সচেতন হয়ে সব কার্যক্রম পরিচালনা করা। লকডাউনের চেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা বাঞ্ছনীয়।
তবে কক্সবাজার পর্যটন জোনের হোটেল-মোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের রুম বুকিং দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সৈকত এলাকায় স্বাস্থ্যবিধি সচেতনতায় নিয়মিত মাইকিং করা হচ্ছে। প্রয়োজনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নিদের্শনা দেওয়া আছে। পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান তিনি।
Leave a Reply