সংবাদ বিজ্ঞপ্তিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার সদরের ইসলামাবাদের ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের সংগঠন “স্টুডেন্টস ফোরাম“ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মে) ঈদগাঁও এশিয়ান রেস্টুরেন্টে ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি হাফেজ তাসলিম সামাদ।
তিনি বলেন, স্টুডেন্টস ফোরাম গঠিত হয়েছিল ২০০৯ সালে প্রাক্তন ছাত্রদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রাখা এবং ছাত্রদের সমাস্যার সামাধানে ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়া।তারাই ধারাবাহিকায় প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় স্টুডেন্টস ফোরাম এখন কক্সবাজারের জেলায় প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছে। এভাবেই জাগ্রত থাকলে আগামীতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।
হাফেজ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, মাওলানা আব্দুল কাদের রাহমানি, এডভোকেট মুহাম্মদ জসিম উদ্দিন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইউনুস, ডা. মিসবাহ উদ্দিন (বিসিএস স্বাস্থ্য ), সংবাদিক সেলিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আবু তৈয়ব চৌধরী, হাফেজ ফজলুল হক, মাওলানা হারুন, রাসেদুল ইসলাম রাশেদ ( বিসিএস নন ক্যাডার) ইত্যাদি।
স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

Leave a Reply