এইনগরে বিনোদন: দীর্ঘদিনের ছেলেবন্ধু স্যাম আসগারির সঙ্গে নতুন সম্পর্কে বাধা পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
স্যামের বয়স এখন ২৭ বছর। অর্থাৎ ব্রিটনির চেয়ে স্যামের বয়সের ব্যবধান ১২ বছর।
ফিটনেস ট্রেনার ও অভিনেতা আসগারিও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ব্রিটনির হাতে রিং পরা ছিল এবং তারা অন্তরঙ্গ অবস্থায় ফ্রেমবন্দি হন।
আসগারির ম্যানেজার ব্র্যান্ডন কোহেন বাগদানের বিষয়টি পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেন।
ব্রিটনির বাবা আইনগতভাবে (কনজারভেটরশিপ) প্রায় ১৩ বছর ধরে তার ব্যক্তিগত জীবন এবং আর্থিক বিষয়াদির দেখভাল করতেন। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি ব্রিটনি।
তার বাবার খবরদারির কারণে মার্কিন এ পপতারকা ছেলেবন্ধু স্যামকে বিয়ে করতে অথবা গর্ভধারণ করতে পারছেন না বলে অভিযোগ করেছিলেন।
মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ২০০৮ সালে ব্রিটনির যাবতীয় বিষয় দেখভালের দায়িত্ব দেওয়া হয় তার বাবাকে।
সম্প্রতি ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্স এ কনজারভেটরশিপ বাতিল করার জন্য আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি হবে।
Leave a Reply